কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন ক্রীড়া উৎসব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কক্সবাজারে আজ থেকে রাখাইন ক্রীড়া উৎসব শুরু হয়েছে।
সকালে শহরের বাহারছড়া গোল চত্বরস্থ মুক্তিযোদ্ধা মাঠে এ ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জেলা রাখাইন ক্রীড়া সংস্থা কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবের আয়োজনে রয়েছে ক্রিকেট, ফুটবল, ফানুস উত্তোলন, জলকেলি, রাখাইনদের নিজস্ব খেলাধুলা, রাখাইন নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫দিন ব্যাপী এই ক্রীড়া উৎসবের উদ্বোধনীতে বৌদ্ধমন্দির ক্যাংপাড়া ফুটবল ক্লাব বনাম রাখাইন ফুটবল ক্লাবের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বৌদ্ধমন্দির ক্যাংপাড়া ফুটবল ক্লাব ২-০ গোলে রাখাইন ফুটবল ক্লাবকে পরাজিত করে।