কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু
- আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে ৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও সময় চেয়ে আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে শুধুমাত্র বাদীর সাক্ষ্য নিয়েছেন বিচারক। আর আসামী পক্ষের জেরার মুখোমুখি হয়েছেন মামলার বাদী। বাকিদের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে কাল।
সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ এবং ইন্সপেক্টর লিয়াকতসহ ১৫ আসামীকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে হাজির করা হয়।
এ সময় আদালতের সামনে ওসি প্রদীপের বিচার দাবি করে বিভিন্ন সময়ে ক্রসফায়ারে নিহত পরিবারের সদস্যরা মানববন্ধন করেন।
এর আগে আদালতে আসেন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস এবং মেজর সিনহার সহযোগী সিফাত।
এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিচারিক কার্যক্রম।
সাক্ষ্য গ্রহণের সময় ১৫ জন আসামিই আদালতে হাজির ছিলেন। এরমধ্যে বাদীর এজাহারে উল্লেখিত তথ্যগুলোর যুক্তিতর্ক নিয়ে জেরা করেন আসামী পক্ষের আইনজীবীরা।
বিকেলে আদালত থেকে বের হয়ে আসেন আসামি পক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত।
তিনি আদালতের কাছে ন্যায় বিচার আশা করেন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।