কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে
- আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরের ওপর দিয়ে উড়ে এসেই সমুদ্রের লোনা জল ছুঁয়ে নামবে সব দেশী-বিদেশী বিশাল বিমান। এমন স্বপ্ন সত্যি হতে চলেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর- কক্সবাজারে। এজন্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সমুদ্র পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। কাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অনুষ্ঠানে কক্সবাজার প্রান্ত থেকে যুক্ত হবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
বঙ্গোপসাগরের বুক থেকে নামবে দেশী-বিদেশী সব উড়োজাহাজ। আর উড়াল দেবেও সাগরের জল ছুঁয়ে। বিশ্বের সর্ববৃহৎ সৈকতের শহর- কক্সবাজারবাসীর এমন স্বপ্নকে দৃশ্যমান করতে কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের। এরইমধ্যে ৯ হাজার ফুট রানওয়ের নির্মাণ কাজ শেষ হয়েছে। এর সাথে যুক্ত হবে আরো ১ হাজার ৭০০ ফুট রানওয়ে, যা নির্মিত হবে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের উপর।
এর মধ্য দিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরকে ছাড়িয়ে দেশের দীর্ঘতম রানওয়ে-সমৃদ্ধ বিমানবন্দর হবে এটি। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬শ’ কোটি টাকা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, সমুদ্রে রানওয়ে সম্প্রসারণ পরিবেশের উপর কোন বিরূপ প্রভাব ফেলবে না।
কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন উপলক্ষে শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সেই সাথে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সফল বাস্তবায়নে উচ্ছ্বসিত সাগর তীরের মানুষেরাও।
২০২৩ সালে রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হলে বহির্বিশ্বের সাথে আকাশ যোগাযোগের সূচনা করবে পর্যটন নগরী কক্সবাজার।