কক্সবাজার ও ভোলায় আলাদা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কক্সবাজার ও ভোলায় আদালা দাবিতে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের পর্যটন উদ্যোক্তা, হোটেল ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, মানবাধিকার এবং পেশাজীবি সংগঠন। এসময় বক্তারা বলেন, প্রতারকগংদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কক্সবাজারে পর্যটন শিল্পের অন্যতম উদ্যোক্তা হাজী দেলোয়ার হোসেন ও তার পুত্রদ্বয়সহ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সাজানো বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ।
ভোলায় গ্রেফতার এবং ফাসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। সকালে ভোলা প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।