কক্সবাজার জেলা সদর হাসপাতালে চলছে আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের কাজ
- আপডেট সময় : ০৪:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
পর্যটন নগরী কক্সবাজার জেলা সদর হাসপাতালে চলছে অত্যাধুনিক আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের কাজ। আড়াইশ’ শয্যার হাসপাতালে ১০টি আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপন করে দিচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। আগামী ২০ জুন এটি উদ্বোধনের কথা রয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে পর্যটন ব্যবসায়ী, জ্যেষ্ঠ সাংবাদিক ,রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অন্তিম যাত্রার খবর নতুন করে ভাবিয়ে তুলেছে সবাইকে।
এতো সব দু:সংবাদের মাঝে সুখবর হলো-জেলায় প্রথমবারেরমতো সদর হাসপাতালে ১০ বেডের আইসিইউ তৈরীর কাজ চলছে পুরোদমে। বসানো হচ্ছে আধুনিক মেডিকেল ভেন্টিলেটর। এছাড়া সাগর পাড়ের একটি আবাসিক হোটেলকে দুইশ’বেডের আইসোলেশন ইউনিট করছে জেলা প্রশাসন।
এদিকে অত্যাধুনিক যে আইসিইউ স্থাপন হচ্ছে সেখানে স্থানীয়দের পাশাপাশি উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারাও চিকিৎসা নিতে পারবে বলে জানিয়েছেন ইউএনএইচসিআর এর এই মুখপাত্র।
করোনা আক্রান্তসহ যে কোন জটিল রোগিদের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই আইসিইউ’র ব্যবস্থা বলে জানালেন জেলা প্রশাসক কামাল হোসেন।
২৫ লাখের বেশি স্থানীয় এবং ১২ লাখ রোহিঙ্গাসহ ৩৭ লাখেরও বেশি মানুষের ভারে অনেকটা হিমশিম খাচ্ছে কক্সবাজারের চিকিৎসা ব্যবস্থা।