কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির শীর্ষ কর্মকর্তার ভয়াবহ নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস
- আপডেট সময় : ০২:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৭৮০ বার পড়া হয়েছে
আবারও ভয়াবহ নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির শীর্ষ কর্মকর্তা আজরুল সফদারকে নিয়ে। ইউনিটে দায়িত্বরত তরুণীদের অনৈতিক কাজ করতে বাধ্য করতেন তিনি। কু-প্রস্তাবে রাজী না হলে মাসের পর মাস কোন কাজ দেয়া তো দূরের কথা, উল্টো বিনা নোটিশে বরখাস্ত করার একাধিক নজিরও রয়েছে তার বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করলে দেখানো হয় মামলার ভয়।
আর্ত মানবতার সেবায় কাজ করা খুব পরিচিত নাম রেড ক্রিসেন্ট সোসাইটি। সরকারের গুরুত্বপূর্ণ এ সংস্থাটি মানুষের প্রবল আস্থা অর্জন করেছে অনেক আগেই। মানবতার কল্যাণে অনেকেই এই সংস্থায় কাজ করেন স্বেচ্ছা এবং ভালবাসায়। বিশেষ করে মানবিক তরুণ-তরুণীরা এই সংস্থার প্রতি বেশি আকৃষ্ট।
এতোসব ভাল কাজের মাঝেই ফাঁস হয়েছে কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা আজরুল সফদারের যৌন হয়রানির কাণ্ড। তার অধীনে কর্মরত অসংখ্য তরুণীকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করার খবরে এখন গরম রেড ক্রিসেন্ট কক্সবাজার শাখা। ইউনিটের বিভিন্ন নারী কর্মীর সাথে আজরুলের ফেসবুক ম্যাসেঞ্জারের কিছু স্ক্রিন শট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ফলে স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে শুরু হয়েছে চরম অসন্তোষ।
নারী স্বেচ্ছাসেবীদের অভিযোগ-ইউনিট লেভেল অফিসার আজরুলের কু-প্রস্তাবে রাজী না হলে মাসের পর মাস কোন কাজ দেয়া হয়না। যাদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে তারাই শুধু নির্বিঘ্নে কাজ করতে পারে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আজরুল সফদার ক্যামেরার সামনে কথা বলতে রাজী না হলেও মুঠোফোনে জানান, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
এর আগেও ২০২০ সালে ইউনিট লেভেল অফিসার আজরুলের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিল রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা।