কক্সবাজার সৈকতে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্র সৈকতে স্থাপন করা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার।
দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থাপনায় কর্নার উদ্বোধন করা হয়। সেন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এসময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, দীপক শার্মা দীপু, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, মেরিন ড্রাইভ রোড হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান সহ বিচ কেন্দ্রিক ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।