কঙ্গোতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছে।
রোববার দেশটির পূর্বাঞ্চলীয় গোমা বিমান বন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই যাত্রীবাহী বিমানটি বিধস্ত হয় বলে জানায় বার্তা সংস্থা- রয়টার্স। এরই মধ্যে ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, ওই বিমানটিতে ১৬ জন যাত্রী ও দুই জন ক্রু ছিল। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি। আর দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কঙ্গোয় বিমানের দুর্বল রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা মানের শিথিলতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স।