পাবনায় কচুরিপানা থেকে তৈরী হস্তশিল্প বিক্রি হচ্ছে দেশ-বিদেশে
- আপডেট সময় : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৯৪৪ বার পড়া হয়েছে
পাবনায় কচুরিপানা থেকে তৈরী হচ্ছে হস্তশিল্পের নজরকাড়া ও পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য। সাশ্রয়ী দামের এসব পণ্য বিক্রি হচ্ছে দেশ—বিদেশে। এতে বছরে আয় হচ্ছে অন্তত দেড় থেকে দুই কোটি টাকা। কচুরিপানা ঘিরে বাড়ছে কর্মসংস্থান।
জলে ভাসা কচুরিপানা। আবর্জনা হিসেবেই বেশি পরিচিত। সেই কচুরীপানা থেকে তৈরী হচ্ছে পরিবেশ বান্ধব ও নজরকাড়া হস্তশিল্পের নানা পণ্য। পাবনার সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের জয়তুন খাতুন রফিকুল ইসলাম দম্পতি উদ্যোগে এই কুটিরশিল্প অর্জন করছে বৈদেশিক মুদ্রা।
ঢাকায় রপ্তানীকারক হস্তশিল্প প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশনে ঘুরতে এসে জয়তুন খাতুন কচুরীপানা দিয়ে পণ্য তৈরির রহসন্য জানতে পারে। প্রশিক্ষণ নিয়ে পণ্য তৈরি শুরু করেন এই দম্পতি।
কচুরীপানা প্রক্রিয়াজাত করে টব, ডাইনিং টেবিলের ম্যাটসহ বর্তমানে ১০ রকমের পণ্য উৎপাদন ও বিক্রিতে জড়িত তারা।
কর্মসংস্থানের হয়েছে এলাকার ৩০ নারীর। সংসারের কাজের পাশাপাশি এই কাজ করে স্বচ্ছলতা এসেছে গ্রামের অনেক নারীর। এছাড়া স্কুল-কলেজের ছাত্রীদের বাড়তি উপার্জনের রাস্তা খুলেছে।
পরিবেশবান্ধব পণ্যের ব্যাপক চাহিদায় বিদেশে রপ্তানী হচ্ছে এই পণ্য। আয় হচ্ছে দেড় থেকে দুই কোটি টাকা। এই কুটিরশিল্পের জন্য প্রকল্প প্রস্তাবনা দেয়ার সিদ্ধান্তে কথা জানা গেছে।
সরকারের সহযোগিতা পেলে তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানে বাড়বে, মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।