কচ্ছপ গতিতে এগুচ্ছে ৬৮ কোটি টাকার প্রকল্প -সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ
- আপডেট সময় : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কচ্ছপ গতিতে এগুচ্ছে সিলেট সিটি করপোরেশনের ৬৮ কোটি টাকার প্রকল্প -সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ। ২০২০ সালের জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও কবে শেষ হবে এ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এদিকে আলাদা জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানামা করতে হয় বাস চালকদের । এতে দেখা দিচ্ছে যানজট। কাজের মান ঠিক রাখতেই ধীরগতিতে কাজ এগুচ্ছে দাবি সিসিক কর্তৃপক্ষের।
দেশের বিভিন্ন রুট ও অভ্যন্তরীণ রুট মিলিয়ে প্রতিদিন প্রায় ২ হাজারের মতো বাস আসা-যাওয়া করে সিলেটের কদমতলি বাস টার্মিনালে। কিন্তু যাত্রীসেবা নামক শব্দটি যেন এখানে একদমই অচেনা। টয়লেট, যাত্রী ছাউনি এমনকি খাবার পানিরও কোন ব্যবস্থা নেই। রাস্তায় গাড়ি রেখে যাত্রী ওঠানামাসহ অবৈধ দোকান, আর ময়লার স্তুপে বেহাল দশা—পর্যটন নগরীর এই কেন্দ্রীয় বাস টার্মিনালের।
সমস্যা সমাধানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সাল থেকে চলছে বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ । যা গত বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অনেকটাই অনিশ্চিত।
কাজের মান বজায় রাখা আর করোনার কারণে ধীর গতিতে এগুচ্ছে কাজ বলে জানান সিটি মেয়র। এদিকে, আন্তর্জাতিক মানের যাত্রীসেবার, সব বিষয় বজায় রেখেই পুরো প্রকল্পটি ডিজাইন করাসহ যাত্রীদের অনায়াসে ভ্রমণের সুযোগের কথা জানান এই স্থপতি। বাস টার্মিনালের জরাজীর্ণ অবস্থা কাটাতে দ্রুত সিসিকের এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে নগরবাসী।