কঠিন হলেও দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিকল্প নেই : প্রধান নির্বাচন কমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও এটা ছাড়া এ মুহূর্তে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। জরুরি পরিস্থিতির মধ্যে নির্বাচন গণতান্ত্রিক পরিবেশকে সম্প্রসারিত করে না বলেও মনে করেন তিনি।
দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি–আরএফইডি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট এবং ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর দেশ-বিদেশে মাহবুব তালুকদারের চিকিৎসা খরচের কথাও উল্লেখ করেন কে এম নুরুল হুদা। সিইসি জানান, বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকার চিকিৎসার খরচ বহন করেছে নির্বাচন কমিশন।