কঠোর বিধিনিষেধ বাড়লো ১০ আগস্ট পর্যন্ত
- আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
১১ আগস্ট থেকে ১৮ বছরের উর্ধে কেউ টিকা না নিয়ে বাইরে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে তিনি আরো জানান, কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। দীর্ঘ শাটডাউন শেষে ১১ আগস্ট থেকে বাসসহ গণপরিবহন ও দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মাস্ক না পরলে শাস্তির আওতায় আনতে পুলিশকে বিশেষ ক্ষমতা দিতে অধ্যাদেশ জারি করা হবে।
করোনা পরিস্থিতির বর্তমান পরিস্থিতিতে করনীয় ঠিক করতে মঙ্গলবার সকালে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক বসে।
বৈঠক শেষে বিভিন্ন সিদ্ধান্ত ও সুপারিশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক । জানান, ১১ তারিখ থেকে দোকান পাট খোলা হবে। সীমিত পরিসরে চলবে যানবাহনও।
তবে প্রাপ্তবয়স্ক কেউ টিকা গ্রহনের পরই কেবল বাইরে চলাচল করতে পারবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এসময়ে ১৪ হাজার কেন্দ্রে একযোগে টিকা দেয়া হবে।
আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেয়া হবে। করোনার বিস্তার রোধে সব স্তরে মাস্ক ব্যবহার নিশ্চিতে সরকার পুলিশকে বিচারিক ক্ষমতা দিচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয় প্রশাসন এ শর্তগুলো পালনে কঠোর নজরদারি করবে বলেও জানান মন্ত্রীরা। বলেন, আগামী সাত দিনে কোটি মানুষকে করোনার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ৭ আগস্ট থেকে প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন দেয়া হবে।