কঠোর বিধি-নিষেধে সারাদেশের সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে
- আপডেট সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কঠোর বিধি-নিষেধে সারাদেশের সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে। সরকারি নির্দেশনা অমান্য করায় ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় ৬৭৯টি মামলায় ৫ লাখ৬০ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহে ১৩ উপজেলায় গেলো ২৪ ঘন্টায় বিধিনিষেধ না মানায় ৩৭৬ টি মামলায় ৩ লাখ ৩৮ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জামালপুরে লকডাউনে ২৪টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লকডাউন অমান্য করায় ১০০টি মামলার মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাবনায় গত ২৪ ঘন্টায় ৭৬টি মামলায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে ২১ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সিরাজগঞ্জে জেলা সদরসহ ৯টি উপজেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালতে ১২৭টি মামলায় ১৫৭ জন ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
সরকারি নির্দেশনা ভঙ্গ করার অভিযোগে সাতক্ষীরায় কাজ করছে ২২টি ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ৮টা পর্যন্ত ৭৩টি মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম টহলে রয়েছে। পাবনায় গত ২৪ ঘন্টায় ৭৬টি মামলায় ২১ হাজার ১’শ টাকা জরিমানা আদায়।
নড়াইলে করোনার সংক্রমন প্রতিরোধে সর্বাত্মক লকডাউন অমান্য করা , স্বাস্থ্যবিধি মেনে না চলাসহ বিভিন্ন অপরাধে ৪৫জনকে ৪৩হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গোপালগঞ্জে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে ১২টি ভ্রাম্যমান আদালত ৪৭ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে।