কঠোর লকডাউন ঢিলেঢালা হলেও ভোগান্তি কমছে না সাধারণ মানুষের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কঠোর লকডাউন ক্রমেই যেন ঢিলেঢালা হচ্ছে, সেই সাথে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তিও। খুব প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরও দুর্ভোগের শেষ নেই। স্বচ্ছল ব্যক্তিরা নিজস্ব যানবাহনে নির্বিঘ্নে চলাচল করলেও যাদের গাড়ী বা বাহন নেই, তাদের অনেকেই পড়ছেন বিপাকে। এই পরিস্থিতি থেকে মুক্তির অপেক্ষা তাদের, আশা– সহসাই মিলবে সমাধান।
লকডাউনে সড়ক জুড়েই ব্যক্তিগত যানবাহন। ১৪ এপ্রিল থেকে কঠোরতা শুরু হলেও ক্রমান্বয়ে তা শিথিল হয়ে এখন কোথাও কোথাও যানযটেরও দেখা মিলছে। নিয়ম ভাঙার নজির যেন সবত্রই।
বিধিনিষেধের বেড়াজালে বন্দি সাধারণ মানুষ,এখন পদে পদে পড়ছে ভোগান্তিতে।
লাখো মানুষ আছে জরুরী সেবায় নিয়োজিত। কিন্তু যারা পরিবহন সেবায় নিয়োজিত যেমন রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা চালাচ্ছেন তাদের অবস্থা অনেকটাই বেগতিক।
যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন দায়িত্বপালনে তারা মানবিক।