কথিত বন্দুকযুদ্ধে মাগুরা ও কক্সবাজারে ২ জন নিহত
- আপডেট সময় : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কথিত বন্দুকযুদ্ধে মাগুরা ও কক্সবাজারের টেকনাফে ২ জন নিহত হয়েছে।
মাগুরা সদর উপজেলার বড়ই গ্রামে দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য মিন্টু গাজি নিহত হয়। নিহত মিন্টু নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজির ছেলে ও আন্তজেলা ডাকাত দলের সরদার বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের গুলির খোসা, একটি তরবারি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। নিহত মিন্টুর বিরুদ্ধে মাগুরা এবং নড়াইলসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে ।
এদিকে, কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক পাচারকারী নিহত হয়েছে। ভোরে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবি। এরপর মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে অজ্ঞাত ওই মাদক পাচারকারী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৩ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরী একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।