কবজি কেটে টিকটক ভিডিও বানানোর অভিযোগে আটক ৭ সন্ত্রাসী
- আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৮৯ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার মূলহোতা মোয়াজ্জেম হোসেন প্রান্তসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়াও মোহাম্মদপুরে মানুষের কবজি কেটে টিকটক ভিডিও বানানোর অভিযোগে কব্জি কাটা গ্রুপের ৭ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আলাদা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র্যাব পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রাজধানীর মোহাম্মদপুর যেন এক আতঙ্কের নাম। দিনে দুপুরে হাতের কব্জি কেটে টিকটক, কুপিয়ে জখমসহ নানা ঘটনা প্রায়ই ঘটছে এখানে। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার করলেও অনেকেই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের টিক্কাপাড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থী আকাশকে হাত-পা বেঁধে নৃশংসভাবে রাতভর পিটিয়ে হত্যা করে সাইট ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও তার সহযোগীরা।
হত্যার মূল পরিকল্পনাকারী নির্মাণাধীন ধীন সাইট ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ওরফে প্রান্তসহ ৩ জনকে গ্রেফতারের পর র্যাব জানায়, প্রান্তর নেতৃত্বে ৫-৬ জন মিলে হাত-পা বেঁধে বাশের সাথে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় পেটানো হয় আকাশকে।
পেটানোর ঘটনা মোবাইলে ভিডিও করে হত্যাটি পরিচালনা করেন মোয়াজ্জেম হোসেন প্রান্ত।
এদিকে মোহাম্মদপুরে আরমান নামের এক যুবকের কবজি কেটে সেই কবজি নিয়ে টিকটক ভিডিও বানায় কয়েক যুবক। যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কবজি কাটা গ্রুপ নামে পরিচিত এই গ্রুপটি এর আগেও এমন নানা ঘটনা ঘটিয়েছে যার প্রমাণ মেলে সিসি ক্যামেরার ফুটেজে।
এসব অভিযোগে এই গ্রুপের ৭ সদস্যকে র্যাব গ্রেফতার করেছে।
র্যাব পরিচালক জানান, ৮-১০ টি দেশীয় অস্ত্র ব্যবহার করে অঙ্গ বিচ্ছিন্ন করেছে কব্জি বিচ্ছিন্নকারী গ্রুপটি। ৪ বছর যাবৎ এটি পরিচালিত হয়েছে আসছে বলেও জানান তিনি।
আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।