কবরীর শারীরিক অবস্থার অবনতি

- আপডেট সময় : ০৬:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত স্বনামখ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার দিবাগত রাতের শেষ দিকে তাঁর অবস্থার অবনতি হয়।
চিকিৎসকেরা জানান, তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া প্রয়োজন।কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত কবরীর জন আইসিইউ খুঁজে পাওয়া যায়নি। দুপুরের দিকে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভারের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। শেষ রাত থেকে তাঁর অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছে। সরকারের উচ্চপর্যায়ে যাঁরা আছেন, তাঁরা যদি কবরী চিকিৎসার ব্যাপারে আলাদাভাবে নজর দিতেন, তাহলে অনেক সুবিধা হতো। তার অবস্থা আশংকাজনক।
হঠাৎ জ্বরে আক্রান্ত হলে পারিবারিক চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা দেয়ার পর ৫ এপ্রিল জানতে পারেন তিনি করোনা পজিটিভ।সাথে সাথে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ দুপুরের আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য ‘এই তুমি সেই তুমি’ নামে একটি সরকারী অনুদানের ছবি নির্মাণ শেষ করেছেন কিছু দিন আগে ।এখন চলছে ছবিটির সম্পাদনার কাজ।এই ছবির সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। নতুন আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও করে রেখেছেন কবরী ।