কমলা চাষে পঞ্চগড়ে স্বাবলম্বী জুয়েল-আঁখি দম্পতি
- আপডেট সময় : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে কমলা চাষ করে স্বাবলম্বী হয়েছে জুয়েল-আঁখি দম্পতি। শখের বশে লাগানো কমলা গাছে ভালো ফলন পেয়েছে তারা। ছোট বাগান এখন রুপান্তরিত হয়েছে এগ্রো ফার্মে। জুয়েল-আঁখি দম্পতির এমন সাফল্যে স্থানীয়রাও তাদের পরামর্শ নিয়ে ফলের বাগানের পরিকল্পনা করছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলার আবহাওয়া ও মাটি কমলা-মাল্টা চাষের উপযোগি। এমন ফলের বাগান করে সহজেই লাভবান হওয়া যাবে।
পঞ্চগড় সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম বীরপাড়া। শহর থেকে এর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এই গ্রামের শিক্ষিত দম্পতি জুয়েল-আখি। প্রায় ৪৫ বিঘা জমিতে চাষ করেছেন কমলা, মাল্টা, ড্রাগন, আম, পেয়ারাসহ নানান প্রজাতির বিভিন্ন ফলের গাছ। কৃষিখাতে তার এমন বিনিয়োগকে যারা এক সময় আড়চোখে দেখেছিল এখন তারাই আসছে তাদের কাছে পরামর্শ নিতে।
গ্রামে বাগান করায় এক সময় অলস বসে থাকা কৃষি শ্রমিকরা পেয়েছে কাজের সন্ধান। তারা বলছেন, প্রতিদিন বাগানে কাজ করে তারা ভালো উপার্জন করে পরিবারের চাহিদা পূরণ করতে পারছেন।
এক সময় শখের বসে লাগানো ফল বাগান এখন হয়েছে এগ্রো ফার্ম। বাগানে উৎপাদিত ফলের স্বাদ ও মান উন্নতমানের হওয়ায় জেলা ও জেলার বাইরে চাহিদাও বেড়েছে বেশ কয়েক গুন বলে জানালেন এ কৃষি উদ্যোক্তা দম্পত্তি।
জেলার আবহাওয়া ও মাটি ফল চাষের উপযোগি হওয়ায় প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সার্বিক সহায়তা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা।