কমিউটার ট্রেনে ডাকাতি ও খুনের ঘটনায় দুইজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও খুনের ঘটনায় দুইজনকে আটক করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ।
গত বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও দুই যাত্রী নিহতের ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় হত্যা মামলা হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা বেগম বাদী হয়ে অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে গতরাতে মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। ঘটনার পর থেকে রেলওয়ে পুলিশ ময়মনসিংহ অঞ্চলের সকল ট্রেনে নিরাপত্তা জোড়দার করেছে।