কমেছে এলপিজি ও পরিবহন জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আবারও কমেছে এলপিজি ও পরিবহন জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে ৫০ টাকা কমে ১১৭৮ টাকা হয়েছে। আজ সন্ধ্যা ৬ টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বেলা ১২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে এই আদেশ দেয় বিইআরসি। জানুয়ারি মাসের জন্য মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৮ টাকা করা হয়েছে। সেই হিসাবে সিলিন্ডার প্রতি কমলো ১৫০ টাকা। বিইআরসি চেয়ারম্যান জানান, সৌদি আরবের সিপির মূল্য কমে যাওয়ায় মূসক ও ডলার রেট আগের মত থাকায় এলপিজির মূল্য কমানো হয়েছে।