করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৬৭ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮৬২ জন। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৃত ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৯৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৪, বেসরকারি হাসপাতালে ৪৮, বাড়িতে ৯ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদিকে, সরকারি ও বেসরকারি ৬৪৮টি ল্যাবরেটরিতে এদিনে ৪৫ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ ও ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৭৭ লাখ ৯ হাজার ৯১৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ। ওদিকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৫ আগস্টের পর বিধিনিষেধ আরও ১০ দিন বাড়াতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম জানান, অবস্থা খুবই খারাপ। এসব বিবেচনাতেই বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।