করোনা আতঙ্কে ভোগান্তিতে সাধারণ রোগীরা
- আপডেট সময় : ০২:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। রাজধানীর বেশিরভাগ হাসপাতালে মিলছে না অন্য রোগের স্বাভাবিক চিকিৎসা। জীবন ভয়ে সেবা দেয়া থেকে দূরে থাকছেন অনেক চিকিৎসক। চিকিৎসা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন অসহায় রোগীরা। এর মধ্যেও কয়েকটি হাসপাতাল রোগীর সেবায় এগিয়ে এসেছে। নিজের সুরক্ষিত রেখে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
করোনা আতঙ্কে বিশ্বজুড়ে যখন তোলপাড়, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবায় কাজ করেছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দীন। কিন্তু সাহসী এই জীবন যোদ্ধার প্রাণের স্পন্দন থামিয়ে দিয়েছে করোনার মরণ থাবা। গেল ৫ এপ্রিল থেকে কোভিড ১৯ এর সাথে লড়াই করে অবশেষে গেল বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মানব সেবার এই উজ্জ্বল দৃষ্টান্ত।
কিন্তু দু:খজনক হলেও ডা মঈনুদ্দিনের রেখে যাওয়া সেই দৃষ্টান্ত অনুসরণ করেন না অধিকাংশ চিকিৎসক। বিভিন্ন টেস্টের নামে, বছর জুড়ে যারা মোটা অংকের টাকা হাতিয়ে নেন, সেই চিকিৎসকদের অনেকেই এখন হোম কোয়ারেন্টাইনে।
রাজধানীবাসীর অভিযোগ, হাসপাতালগুলোতে চিকিৎসা সংকটের কারণেই স্বজনদের মৃত্যু দেখছেন তারা।
রাজধানীর প্রায় অধিকাংশ বেসরকারী হাসপাতালেই ডাক্তার এবং রোগীর সংকটে বিরাজ করছে সুনশান নিরবতা। দায়িত্বরতা বলছেন, করোনার কারণেই ডাক্তারদের উপস্থিতি নেই।
করোনা মোকাবেলার মাধ্যম হিসেবে সারাদেশে সরকারি-বেসকারি হাসপাতালে টেলি মেডিসিন কর্ণার চালুর আহবান এই বিশেষজ্ঞ চিকিৎসকের।
করোনায় ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে রোগীদের সেবা অব্যাহত রাখার আহবান জানান এই বিশেষজ্ঞ।এদিকে দেশের এমন দুর্যোগকালে বরাবরের মতো বিরামহীনভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল। এখানকার সেবা পেয়ে স্বস্তির কথা জানান সাধারণ রোগীরা ।
আদ্বদীন কর্তৃপক্ষ জানান, আগের মতোই সংকটকালে রোগীদের সেবায় নিয়োজিত এ হাসপাতাল।