করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে ভ্রমন ও পর্যটন শিল্প ঝুঁকিতে পড়েছে
- আপডেট সময় : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে ভ্রমন ও পর্যটন শিল্প ঝুঁকিতে পড়েছে। স্থল, নৌ ও বিমান বন্দরে অপ্রয়োজনীয় বিধিনিষেধ শিথিল করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–টোয়াব।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে টোয়াব সভাপতি মোহাম্মদ রাফেউজ্জামান বলেন, এর প্রভাবে দেশের অর্থনীতি কমপক্ষে ২৫ হাজার কোটি টাকার ক্ষতির মধ্যে পড়েছে। পর্যটন শিল্পে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৩০ শতাংশ মানুষকে চাকরি হারাতে হবে। এটি মোকাবেলায় ট্যুর অপারেটরদের ইনসেনটিভ প্রদান ও সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়ার দাবি জানান তিনি। টোয়াব সভাপতি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ১০ম শেয়ারট্রিপ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার–বিটিটিএফ পিছিয়েছে। আগামী ৩ থেকে ৫ এপ্রিল মেলাটি হওয়ার কথা ছিল। নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে ২৯ থেকে ৩১ অক্টোবর। করোনা ভাইরাসের কারণে পর্যটন শিল্পে সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।