‘করোনা মোকাবিলায় ব্যর্থ’, ডব্লিউএইচও প্রধানের পদত্যাগ দাবি
- আপডেট সময় : ০৮:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
‘করোনা মোকাবিলায় ব্যর্থ’, ডব্লিউএইচও প্রধানের পদত্যাগ দাবি
করোনাভাইরাস পরিস্থিতি ব্যবস্থাপনায় চীনের পদক্ষেপের চরম সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের পদত্যাগ দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকশ্যালি ।
সিনেটর মার্থা মনে করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের ভূমিকার কারণে চীন প্রকৃত তথ্য আড়াল করার সুযোগ পেয়েছে। তিনি বলেন চীন শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে আসছে । আর তাদের সেই তথ্য বিশ্বাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে। এই সিনেটর আরও বলেন, চীন সরকার করোনায় মৃত্যু নিয়ে তথ্য গোপন করেছে অথচ করোনাভাইরাস মোকাবিলায় চীনের ভূমিকার প্রশংসা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান । গত ২০ মার্চ করোনাভাইরাস মোকাবিলায় চীন সরকারের প্রশংসা করে টুইটারে একটি পোস্ট দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।