করোনা সংক্রমণ রোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক টিকা শুরু
- আপডেট সময় : ০১:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষ সপ্তাহে গণহারে টিকাদান শুরু হবে। আর দ্বিতীয় ধাপে প্রথম ডোজ টিকা দেয়া হবে ২৬ আগস্ট।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থীকে দিয়ে শুরু হয় টিকা দান। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ৩০ জুলাই, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা যুক্তরাষ্ট্র থেকে দেশে আসে। গত এপ্রিলে শিশুদের টিকা দেয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে এই বয়সী শিশুর আনুমানিক সংখ্যা ২ কোটি ২০লাখ।