বেনাপোল স্থলবন্দরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে হাজারও শ্রমিক
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনাকালেও স্বাভাবিক আছে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। জীবনের ঝুঁকি নিয়ে বন্দরে কাজ করছে হাজার হাজার শ্রমিক। তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে শ্রমিক নেতা ও ব্যবসায়ীরা।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঘোষিত বিধি-নিষেধের মধ্যেও বেনাপোল স্থলবন্দর খোলা রয়েছে। কাজের কারণেই ভারতীয় ট্রাকচালকদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেনা শ্রমিকরা। মোট আট হাজার শ্রমিক এখানে কাজ করে।
বন্দরে ট্রাকচালক ও সহকারিদের মধ্যে নেই কোনো স্বাস্থ্য সচেতনতা। ভারতের বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে সরাসরি এখানে আসছে তারা। সরকারিভাবে করোনা পরীক্ষা ও ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে শ্রমিক নেতা ও ব্যবসায়ীরা।
বেনাপোল স্থলবন্দর থেকে সরকার বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। তাই বন্দরে ঝুঁকিমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ ধরে রাখতে হবে বলে মনে করে এই ব্যবসায়ী নেতা।
বন্দরে করোনার ভারতীয় ধরণ সংক্রমনের শংকা বেড়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
এই বন্দর দিয়ে ভারতে স্বাভাবিক যাতায়াত বন্ধ রয়েছে। চিকিৎসা ও ব্যবসায়িক কাজে অনেকে ভারত গিয়েছে। বিশেষ ব্যবস্থায় শুধু তারা ফিরতে পারে। তবে, নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ থাকতে হচ্ছে।