করোনাকালের শিক্ষা ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে : ডাঃ দীপু মনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনাকালের শিক্ষা ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিক্ষা ঘাটতি কোথায় কি হয়েছে– এ বিষয়ে গবেষণায় যে তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমে জড়িত সকলের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তিনি। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন দীপু মনি। পরে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন।