করোনাকালে চিকিৎসক ও সংবাদ কর্মীদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্ট আকর্ষণ করেছেন :জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনাকালে চিকিৎসক ও সংবাদ কর্মীদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্ট আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এক ভিডিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ আহবান জানান। তিনি বলেন, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী আতংক বিরাজ করছে। এমন বাস্তবতায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসকরা ও গণমাধ্যমকর্মী কাজ করছেন, তাই সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের জন্য বীমা ও প্রনোদনা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন তিনি।