করোনাকালে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সিদ্ধান্ত সময়োপযোগী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনাকালে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সকালে কুষ্টিয়ার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় হানিফ বলেন, যারা ‘৭২ সালের অটোপাস নিয়ে কথা বলেন, তারা মুক্তিযুদ্ধে অংশ নেননি। তাদের মুক্তিযুদ্ধে কোন অবস্থান ছিল না। তারা মুক্তিযুদ্ধ চলাকালে পড়াশুনা করে এবং পরীক্ষায় অংশ নিয়ে পাকিস্তানের আনুগত্য স্বীকার করেছিল। সুতরাং স্বাধীনতাটা যেমন তাদের কাছে খুব আনন্দের ছিল না, ওই পাসটাও তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না।