করোনাভাইরাসের কারণে আমেরিকার ৫০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
- আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আগামী ১৫ দিন পর্যন্ত একসঙ্গে ১০ জনের বেশি একস্থানে সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার বিকেলে করোনাভাইরাস মোকাবেলায় গঠিত জাতীয় কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, করোনাভাইরাসের কারণে আমেরিকার ৫০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সোমবার পর্যন্ত ৪ হাজার ১০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত ৭১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর দেশে জাতীয় কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন। কানাডা তার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সুইজারল্যান্ড সরকার করোনাভাইরাস মোকাবেলার উদ্দেশ্যে সেনাবাহিনী তলব করেছে। অন্যদিকে, ইতালিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গেল ২৪ ঘণ্টায় ইউরোপের এই দেশটিতে মারা গেছে ৩৪৯ জন।