করোনাভাইরাসের রাশিয়ার প্রথম ভ্যাকসিন আসছে ১২ আগস্ট
- আপডেট সময় : ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের বিরুদ্ধে রাশিয়ার প্রথম ভ্যাকসিন আসছে আগামী ১২ আগস্ট। শুক্রবার এ কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ।
করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথম কোন দেশ তৈরি করবে, তা নিয়ে তোড়জোড় চলছিল। এর মধ্যেই নিজেদের তৈরি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে ‘কার্যকর ও নিরাপদ’ প্রমাণিত হয়েছে বলে দাবি রাশিয়ার।গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং প্রধান সামরিক ক্লিনিক্যাল বারডেনকো হাসপাতাল যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। একটি সামরিক হাসপাতালে প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া ১৮ জন স্বেচ্ছাসেবীকে ২৮ দিন পর্যবেক্ষণে রাখার পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের ২৮ দিন পরে ওই স্বেচ্ছাসেবকদের শরীরে মারাত্মক ক্ষতিকর কোনো প্রভাব বা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা তৈরি হয়নি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। আগস্ট মাসে করোনার ভ্যাকসিন ব্যাপক হারে উৎপাদনে যাওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া।