করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৬১৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৬১৯ জনের মৃত্যু হয়েছে। আর গেলো ২৪ ঘন্টায় চীনে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরো ১৫০ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে মোট ২ হাজার ৫শ’ ৯২ জন।
সোমবার সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্য কমিশন জানায়, করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ৪০৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ। এদিকে, দক্ষিণ কোরিয়ার মারা গেছে আরো ২ জন। এই নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৬৩ জনে। অন্যদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে আরও একজনসহ ৩ জনের মৃত্যু ও ১৫০ জন আক্রান্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে স্কুল, কলেজ, গির্জাসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, ইরানে করোনায় ৬ জনের মৃত্যুর পর দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান, তুরস্ক ও আর্মেনিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী, চীনরে বাইরে কোভিড-নাইনটিন আক্রান্ত হয়ে মারা গেছে ২৭ জন।