করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় এবার নাম উঠেছে বাংলাদেশের

- আপডেট সময় : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় এবার নাম উঠেছে বাংলাদেশের। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট–আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের একজন নারী ও দু’জন পুরুষ। আক্রান্ত তিনজনের দু’জন ইতালী থেকে এসেছেন এবং অন্যজন পরিবারের সদস্য। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছর। এছাড়া সন্দেহজনক আরো তিনজনকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান ডা. সেব্রিনা ফ্লোরা।
করোনা ভাইরাস আক্রান্ত হওয়া বিশ্বের ৯৪টি দেশের তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় আইইডিসিআর। আক্রান্ত দু’জন ইতালী থেকে দেশে এসেছেন। অন্যজন পরিবারের সদস্য জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
সন্দেহভাজন আরো তিনজনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখার তথ্য জানিয়ে, তিনি বলেন, সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।