করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
রাঙামাটিতে ২ জনসহ, নওগাঁ, বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
সকালে চট্টগ্রামের আন্দরকিল্লা হাসপাতালের আইসোলেশনে থাকা এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা ২ জনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মোঃ আসাদুজ্জামান নামে ২৪ বছরের এক যুবক ও দুপুর ১২টায় মিতু নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়। হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নগরীর লবণচরা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে সকাল করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এক ঘণ্টা পর তিনি মারা যান। তিনি অ্যাজমার রোগী ছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মিতু নামে একটি শিশু ভর্তি হয়। দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। তার বাড়ি রূপসার কাজদিয়া গ্রামে।
করোনা উপসর্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম নাইল্যাঘোনা এলাকার মঈনউদ্দিন ও রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া বাজারের থুইসাসিং মারমা মারা গেছেন। গেল রাতে এ দুই যুবকের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এদের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে এই দু’জনের মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়িসহ বাঘাইছড়ি উপজেলার দুটি প্রাইভেট ক্লিনিক ও ডায়গোনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় করোনার উপসর্গ নিয়ে মাহবুব আলম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোররাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সিভিল সার্জন জানান, ঢাকার একটি বেসরকারী কোম্পানিতে চাকুরি করা মাহবুব গত ১৫ এপ্রিল নওগাঁর বাড়ীতে আসার পর থেকেই জ্বর-কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু ভোর রাতের দিকে তার মৃত্যু হয়। পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বগুড়ায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটে গেল রাতে এনামুল হক নামে একজন অটোরিক্সা চালক মারা গেছে। মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় শহরতলীর সাবগ্রাম এলাকায় তার বাড়ীসহ আশ-পাশের সব বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে।
ময়মনসিংহে বৃহস্পতিবার বিকেলে এস.কে. হাসপাতালের আইসিইউতে করোনার চিকিৎসাধীন থাকা আব্দুল কাদির মারা গেছেন। তিনি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ের কাইসা গ্রামের বাসিন্দা। ১১ এপ্রিল থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
রংপুর করোনা উপসর্গ নিয়ে রংপুরের পীরগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে থেকে ওই যুবক জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ৪০ বছর বয়সি ওই যুবক নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে তিনটার দিকে মারা যায় । উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন জানান, মৃত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।