করোনার কারণে এ বছর লালন উৎসব স্থগিত
- আপডেট সময় : ০২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আগামীকাল ১৬ অক্টোবর বাউল সম্রাট লালন সাঁইর ১৩০তম তিরোধান দিবস। এ উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে শত শত বাউল-ফকিরের ভিড়ে মুখরিত হয়ে উঠে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আঁখড়াবাড়ি।তবে, করোনার কারণে এ বছর উৎসব স্থগিত করা হয়েছে। এ নিয়ে বাউল-ফকিরদের মনে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। উৎসব হবে না জেনে মন খারাপ ভক্ত-দর্শনার্থীদেরও।
গেল বছরও বাউল সম্রাট লালন সাঁইর তিরোধান দিবস উপলক্ষে সাধু-গুরুদের ভিড়ে মুখরিত ছিল আখাড়াবাড়ির এই চত্বর। মিলনায়তনের বাইরেও ছড়িয়েছিল ছিল মেলা। এ বছর করোনার কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে, উৎসব স্থগিত করে মাজার গেটে তালা দিয়ে রেখেছে জেলা প্রশাসন। উৎসব হবেনা জেনে কষ্ট পাচ্ছে দর্শনার্থীরা।
মাজারের প্রধান গেট বন্ধ। দর্শনার্থী নেই। গান-বাজনাও চলছে না। খাঁ খাঁ করছে পুরো আখড়া। তিরোধান দিবসে রীতি অনুযায়ী সাঁইজির প্রতি শ্রদ্ধা জানানো যাবে না। এ কথা ভাবতেই পারছেনা ভক্তরা।
ফকিরদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার কথা জানান, জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি।
বাউল সম্রাট লালন সাঁইর তিরোধান দিবস গত ১৩০ বছর ধরে পালন করে আসছে বাউল ফকিররা। এই প্রথমবারের মতো এই মরমী সাধকের গুরুত্বপূর্ণ উৎসবটি বন্ধ ঘোষণা করা হয়েছে।