করোনার টিকা নিয়ে চলা গবেষণার তথ্য হ্যাকিংয়ের চেষ্টা করছে রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনার টিকা নিয়ে চলা গবেষণার তথ্য হ্যাকিংয়ের চেষ্টা করছে রাশিয়া বলে যুক্তরাজ্য যে অভিযোগ করেছে; তা উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি যুক্তরাজ্যের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগকেও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা সেন্টার রাশিয়ার বিরুদ্ধে কোভিড-১৯ টিকার গবেষণার তথ্য হ্যাকিংয়ের অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই পেসকভ ওই অভিযোগকে ভিত্তিহীন অ্যাখ্যা দেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও কানাডার কাছ থেকে আসা এক সমন্বিত বিবৃতিতে এই সাইবার হামলার জন্য এপিটি২৯ গ্রুপকে দায়ী করা হচ্ছে। গ্রুপটি অবশ্য বিয়ার নামেও পরিচিত।