করোনার টিকা সংগ্রহে স্বেচ্ছাচারিতা ও অনিশ্চয়তার সংবাদ আবারো জাতি গভীর হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত
- আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনার টিকা সংগ্রহে স্বেচ্ছাচারিতা ও অনিশ্চয়তার সংবাদ আবারো জাতিকে গভীর হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ ও শেয়ারবাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে টিকা সরবরাহের একচেটিয়া সুবিধা দিতে গিয়ে পুরো জাতিকে আজ এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিয়েছে ভোটারবিহীন দুর্নীতিবাজ বর্তমান সরকার। অবিলম্বে অন্য সূত্র থেকে পর্যাপ্ত টিকা সংগ্রহের দাবি জানান তিনি।
দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে বাংলাদেশের সব ক’টি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার দাবি জানান তিনি। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, সরকার জানিয়েছে বাইরে থেকে যারা বিমানে আসবেন তাদের মাত্র তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে। এমন নিয়ম বিশ্বের কোথাও কেউ শোনেনি। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের নানা ভুল সিদ্ধান্ত আজকে পরিস্থিতিকে ভয়ংকর করে তুলছে।