করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরা বাধ্যতামূলক
- আপডেট সময় : ০৮:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বল্প সময়ে ভ্যাকসিন পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সন্ধানী’র আয়োজনে স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান কমর্সুচি অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বর্তমানে ৪০ হাজার স্বেচ্ছাসেবী কাজ করছে সন্ধানী’র জন্য। ছাত্রজীবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দান কমর্সুচি উদ্বোধনকালে স্মৃতিচারণ করে এ কথা জানান তিনি।
করোনা হাসপাতালগুলোর ৭০ ভাগ বেড খালি, নামমাত্র মুল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীতে সবাইকে সাবধান থেকে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।
অনুষ্ঠানে সন্ধানীর কার্যক্রম ত্বরানিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ডিপ ফ্রিজ ও একটি এ্যাম্বুলেন্স দেয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।