করোনার নতুন ভ্যারিয়েন্ট, বন্দরগুলোতে সতর্কতার নির্দেশ
- আপডেট সময় : ০২:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের মাত্রা বেড়ে যাওয়ায় দেশের বিমান, স্থল ও সমুদ্রবন্দরকে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহেমদুল কবীর এ তথ্য জানান । সংক্রমণ ঠেকাতে স্ক্রিনিং বাড়ানোর পাশাপাশি সব বন্দরে রেপিড অ্যান্টিজেন টেস্ট করানোর তাগিদ দেন তিনি। শক্তিশালী নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আইসোলেশনে নেয়ার নির্দেশনা রয়েছে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন।
আবারো চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এবার ছড়াচ্ছে ওমিক্রনের নতুন ধরন ‘বিএফ.৭। যা অতি সংক্রামক ও শনাক্ত করা কঠিন বলছে বিশেষজ্ঞরা।
এমন পরিস্থিতিতে, করোনার নতুন ঢেউ মোকাবিলায় সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি কমিটি ৪ দফা সুপারিশ দিয়েছে।
নতুন এই ভ্যারিয়েন্ট এক সঙ্গে অনেক বেশি সংখ্যক মানুষের মাঝে ছড়াতে সক্ষম, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি সম্পর্কে মহাপরিচালক জানান, কোভিড হাসপাতালগুলো ঠিকঠাক করে রাখা আছে।