করোনার পাশাপাশি বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনার পাশাপাশি বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই আসছে ডেঙ্গু রোগী। আর বিশেষজ্ঞরা বলছেন জুলাই আগস্ট মাসে হতে পারে ডেঙ্গুর জন্য ভয়াবহ বাড়ার ব্যাপক আশংকা রযেছে। তাই এখনই রাজধানীসহ সারাদেশে এডিস মশা বংশবিস্তার করে এমন স্থানগুলো ধ্বংস করতে হবে। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে উল্লেখ করেন তারা।
রাজধানীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দেয়া তথ্য ও হাসপাতালগুলোর বাস্তব চিত্র বলছে তাই। চলতি বছর সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৬’শ জন। যার মধ্যে রাজধানীতেই গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে কমপক্ষে ১শ’ জন। সম্প্রতি ডেঙ্গু কেড়ে নেয় জগন্নাথ বিশ্ববাদ্যায়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, সাঈদা নাসরিন বাবলির প্রাণ।
করোনাকালীন সময়ে ডেঙ্গু রোগী বেড়ে গেলে রাজধানীর হাসপাতাল গুলোর জন্য তা সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে জানান এই চিকিৎসক। সারাদেশে ডেঙ্গুর জীবানু বহনকারী এডিস মশার প্রকপ যেভাবে বাড়ছে সেটি খুব শিগগিরই উদ্বেগের কারণ হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ। প্রতিবছর জুলাই -আগস্ট মাসে ডেঙ্গু রোগি বেড়ে যায় তাই এখনই যথাযথ কর্তৃপক্ষে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।