করোনার প্রভাবে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
- আপডেট সময় : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডাল, সাবানসহ ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।
করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী হয়ে পড়া রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। নানিয়ারচরের দুর্গম বগাছড়ি, বুড়িঘাট ও হাতিমারা এলাকার কয়েক শতাধিক দুস্থ মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলে বিশেষ শিশুদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মহানগর যুবলিগ। শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ময়মনসিংহে সিটি মেয়র ইকরামুল হক টিটুর উদ্যোগে দুঃস্থ ও অসহায় আওয়ামী লীগ নেতা-কর্মীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দু’হাজার নেতাকর্মীর মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
নাটোরের সিংড়ায় বেদেপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার পাঁচ টিকিয়া এলাকায় এই ত্রাণ বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
চুয়াডাঙ্গায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছে ক্যাপ্টেন মারজানের নেতৃত্বে সেনা সদস্যরা।
কুমিল্লায় দুস্থ, স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের পরিচালক আবদুস সামাদ।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরবন্দি দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেএফএল গ্রুপের চেয়ারম্যান কে.এম ফায়েকুজ্জামান।
মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পৌর কাউন্সিলর সুভাষ সরকারের উদ্যোগে বাসষ্টান্ড এলাকায় দেড় শতাধিক ভাসমান মানুষদের মাঝে সেহরি ও নগদ অর্থ বিতরণ করে জেলা যুবলীগ।
মেহেরপুর গাংনী উপজেলায় অস্বচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর ফুটবল খেলার মাঠে খাবার সামগ্রী তুলে দেন জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।
জামালপুরে কর্মহীন পাঁচ শতাধিক লোকের মাঝে ত্রাণ সামগ্রী ও কৃষকদের ধান কাটার জন্য তিনটি হারভেস্ট মেশিন বিতরণ করেছে সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।
নোয়াখালী পৌরসভার দুটি ওয়ার্ডের ১৭’শ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র শহিদ উল্যাহ্ খাঁন। পৌর ভবনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর বিপণীর দ্বিতীয় তলায় সার্চের অস্থায়ী কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়।
সাতক্ষীরা-চার আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে কর্মহীন হয়ে পড়া অসহায় তিন হাজার ছয়’শ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাবনার আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১২ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক এএসএম নজরুল ইসলাম রবি।
পিরোজপুরে প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের ছয় শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।