করোনার প্রভাবে ধস নেমেছে বগুড়ার পোল্ট্রি শিল্পে
- আপডেট সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনার প্রভাবে ধস নেমেছে বগুড়ার পোল্ট্রি শিল্পে। এ যাবতকালের সবচেয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এ শিল্পের উদ্যোক্তারা। ক্রেতা না থাকায় এক মাসেই বন্ধ হয়ে গেছে প্রায় পাঁচ হাজার ছোট-বড় পোল্ট্রি ও হ্যাচারি খামার।
বগুড়ায় ছোট-বড় মুরগির খামার ৫ হাজারেরও বেশি, আর বাচ্চা ফুটানোর হ্যাচারি আছে শতাধিক। এখানকার মুরগির ডিম আর একদিনের বাচ্চা যাচ্ছে সারাদেশের বাজারে। এ শিল্পে জড়িয়ে আছে, তিন লাখেরও বেশি শ্রমিক কর্মচারী। করোনার প্রাদুর্ভাবে বিয়ে, জন্মদিনসহ সামাজিক অনুষ্ঠান, হাট-বাজার আর হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় ক্রেতার অভাবে বন্ধ হয়ে গেছে সব খামার।
এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে খামারিরা। তাদের ঋণ আর দায়-দেনা বাড়ছে দিন দিন। এর সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীরা পড়েছে আরো বিপাকে।
বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন পোল্ট্রি শিল্প মালিকরা। আবার সরকারিভাবে এখাতে সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে, জানালেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
বৈশ্বিক এ দুর্যোগের মধ্যে সম্ভবনাময় পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে বিশেষ প্রণোদনা চেয়েছেন মালিক ও শ্রমিকরা।