করোনার বিএফ-সেভেন প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে সতর্কতা

- আপডেট সময় : ০৩:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
করোনার ভাইরাসের নতুন ধরন বিএফ-সেভেন প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলাবন্দরে নেয়া হয়েছে সতর্কতা মুলক ব্যবস্থা। বাধ্যতামুলক করা হয়েছে মাক্স পরা। করোনা সংক্রমণ রোধে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে করা হচ্ছে করোনা পরীক্ষা। ফলে করোনা সংক্রমণের আতঙ্কে সীমান্তবাসী।
বাংলাদেশের ভোমরায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হলেও ভারতের ঘোজাডাঙ্গা বন্দর ও ইমিগ্রেশনে স্বাস্থ্যবিধি মানার নেই কোন প্রবনতা। ফলে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ট্রাক চালক ও সহকারিদের ক্ষেত্রে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের নেই কোন পদক্ষেপ। এতে করোনা সংক্রমনের আশংকা থেকেই যাচ্ছে।
করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে স্বাস্থ্য পরিক্ষার পাশাপাশি প্রয়োজনে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান চিকিৎসক।
করোনা ভাইরাসের নতুন ধরন বিএফ-৭ প্রতিরোধে সব ধরণের সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান, জেলা প্রশাসক।
ভাইরাসের নতুন ধরন প্রতিরোধে পরিবহন চালকদের নির্দৃষ্ট এলাকার মধ্যে চলাচলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।