করোনার ভ্যাকসিন বাজারজাত হলে বাংলাদেশ আগে পাবে :স্বাস্থ্য সচিব
- আপডেট সময় : ০৮:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্বে করোনা ভ্যাকসিন বাজারজাত হলে সবার আগে বাংলাদেশ পাবে-এমনটাই নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব মো: আব্দুল মান্নান। এ লক্ষ্যে চীন যুক্তরাজ্যসহ যারা ভ্যাকসিন তৈরীতে এগিয়ে আছে , তাদের সাথে যোগাযোগ আছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন বৈঠকে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র বিশেষ সভায় এসব কথা বলেন স্বাস্থ্য সচিব । এসময় স্বাস্থ্যখাতের ইমেজ ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি।
বিশ্বে করোনা ভ্যাকসিন আবিস্কারের দ্বারপ্রান্তে এখন চীন, রাশিয়া, যুক্তরাজ্য, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ এগিয়ে রয়েছে । অনেকের মধ্যেই প্রশ্ন এটি আবিষ্কার হলে বাংলাদেশ কি তা হাতে পেতে কয়েক বছর লাগবে? আবার পেলেও এর দাম কেমন হবে? করোনা নিয়ে স্বাস্থ্য বিভাগের অনলাইন বৈঠকে এমন সব প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান।
বাংলাদেশে করোনা রোগী প্রতিদিন শনাক্ত হলেও এখন আর কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে না জানিয়ে অনেক বেড খালি আছে বলেও জানান তিনি।
প্রসঙ্গক্রমে স্বাস্থ্যখাতের ভাবমূর্তি সংকটে স্বীকার করে তার উন্নয়নে কাজ চলছে বলেও আশ্বস্ত করেন সদ্য নিয়োগ পাওয়া স্বাস্থ্য সচিব।