করোনার মহামারীতে গাইবান্ধায় বেড়েছে অটোরিকশা চুরি
- আপডেট সময় : ০৮:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার মহামারীতে গাইবান্ধায় বেড়েছে অটোরিকশা চুরির ঘটনা। সড়ক অবরোধ করে কিংবা ছিনতাই করে নয়, অভিনব কায়দায় এবার যাত্রী বেসে চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে রাস্তায় ফেলে দিয়ে নিয়ে যাচ্ছে অটোরিকশা । হঠাৎ করে এমন চুরি ঘটনা বেড়ে যাওয়ায় আতংকিত এই পেশার সাথে থাকা সংশ্লিষ্টরা।
সাদুল্যাপুর উপজেলার হাবিবুর মিয়া, পেশায় একজন অটোরিকশা চালক। জেলা শহরের পুরাতন বাজার থেকে যাত্রীবেশে কয়েকজন লোক তার অটো রিকশায় ওঠে। গন্তব্যে পৌঁছার আগে পানের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে হাবিবুর মিয়াকে রাস্তায় ফেলে অটো রিকশাটি নিয়ে যায়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পযর্ন্ত রিকশাটি উদ্ধার হয়নি।
তার মত একই অবস্থা হয়েছে আলমীর মিয়ায় বেলায় , ধার দেনা আর দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে কিনেন একটি অটোরিকশা। গত মাসে নুতন বাজার থেকে হাসপাতাল রোড়ে যাওয়ার সময় অটোতে থাকা যাত্রীরা খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ে নির্জন স্থানে ফেলে রেখে যায়। কয়েক ঘন্টা পর হাসপাতালে জ্ঞান ফেরে তার।
দিন-দিন এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতংকে রয়েছেন এই পেশায় থাকা চালক ও মালিকরা। তারা জড়িতদের অতি শিগগির গ্রেফতারের দাবী জানিয়েছেন।
ইতিমধ্যে বেশ কিছু চোর চক্রকে আইনের আওতায় আনা হয়েছে এবং অটো রিকশা উদ্ধার করা হয়েছে বললেন পুলিশ সুপার। বাকীদের বিষয়ে অভিযান চলছে বলে জানান তিনি।
এ বছরে জেলা জুড়ে ২০টির অধিক অটোরিকশা চুরি হয়েছে। এ থেকে পরিত্রান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভূক্তভোগিরা।