করোনার মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার সমালোচনায় বিশিষ্টজনেরা

- আপডেট সময় : ০৮:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনার মহাদুর্যোগ মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করে, বিশিষ্টজনেরা এ ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তোলা আহ্বান জানিয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে তারা এ আহ্বান জানান। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নিম্ন আয়ের মানুষদের তিন মাসের খাদ্য সহায়তার পাশাপাশি কৃষকদের ঋণ মওকুফ ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণসহ আট দফা প্রস্তাব পেশ করেন।
কোভিড-১৯ মোকাবিলায় রাজনৈতিক দলের করণীয় শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক ঐক্য।
এতে অংশ নিয়ে ঢাকসুর ভিপি নুরুল হক নুর করোনা মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করেন। লকডাউন শিথিল করাকে আত্মঘাতি বলেও দাবি করেন তিনি।
করোনা চিকিৎসায় সমন্বয়ের অভাবকে দায়ী করে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বলেন, মহামারি এড়াতে শনাক্তের পরীক্ষা বাড়াতে হবে।
করোনা মোকাবিলায় নিম্ম আয়ের মানুষদের ৩ মাসের খাদ্য সহায়তা, কৃষকদের ঋণ মওকুফ, ত্রাণ দুর্নীতিবাজদের বিশেষ আইনের আওতায় নেয়াসহ ৮ দফা প্রস্তাব দেন নাগরিক ঐক্যের আহহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। েএকই সঙ্গে তিনি সর্বদলীয় ঐক্য গঠনের দাবি জানান।
জাতীয় দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ করতে সরকারে প্রতি আহবান জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি।
গণস্বাস্থ্যের কীট পরীক্ষায় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।