ডা. সাবরিনা ও আরিফ চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
- আপডেট সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
করোনার রিপোর্ট জালিয়াতি মামলায় জেকেজি’র চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বিকেলে, মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে আগামী ২৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়। এ সময় নিজেদেরকে নির্দোষ দাবি করেন আসামীরা। তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
করোনায় নমুনা সংগ্রহের পর পরীক্ষা না করে ভূয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুল হকসহ ৮ আসামীকে ঢাকা মহানগর আদালতে তোলা হয়।
আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের কারণে দুপুরের পর শুরু হয়, মামলার চার্জ গঠনের শুনানি। দীর্ঘ দেড় ঘন্টা শুনানি শেষে, সিএমএম আদালতের হাকিম সরাফুজ্জামান আনসারী, আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ সময় কাঠগড়ায় থাকা ডাক্তার সাবরিনা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। এই মামলার আনুষ্ঠানিক বিচারের কার্যক্রম শুরু করতে আগামী ২৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করে আদালত।
তড়িঘড়ি করে চার্জশিট দেয়ায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমান হয়নি এমন দাবি করেন আসামিপক্ষের আইনজীবী।
সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
করোনাকালীন দেশের ইতিহাসে এই প্রথম, স্বাস্থ্যখাতে জালিয়াতির অভিযোগে কোন মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হল।
ফারমার্স ব্যাংকের অর্থ জারিয়াতির ঘটনায় রিজেন্টের সাহেদকে রিমান্ড শেষ হওয়ার আগে আদালতে হাজির করায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে তিরস্কার করেছেন বিচারক।