করোনার সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোন রাজনীতি করছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনার সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোন রাজনীতি করছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে সরকারের বিরুদ্ধে বিএনপি মহাসচিবের সমালোচনা প্রসঙ্গে এ সব কথা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, করোনার সংক্রমণ রোধ আর মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি। সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে– মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। এছাড়া বক্তৃতা-বিবৃতির মাধমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোন রাজনীতি নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন দূরে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।