করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠি, মাদারীপুর ও ফেনীতে ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠি, মাদারীপুর ও ফেনীতে ৩ জনের মৃত্যু হয়েছে।
ঝালকাঠির নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে অনিল কুমার দাস মধু নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিতে বলা হয়েছিল। কিন্তু ওই হাসপাতালে আইসিইউ বেড না পাওয়ায় তাকে বাসায় নিয়ে আসার পথে রাতেই তার মৃত্যু হয়।
মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। মাদারীপুর সদর হাসপাতালের সহকারী স্বাস্থ্যকর্মী মোহাম্মদ শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সকালে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় ফেনীর সোনাগাজীতে সালাউদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১১ টায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের ভেন্টর বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। সালাউদ্দিন বাবুল একই উপজেলার ধলিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরমান বিন আবদুল্লাহ।