করোনায় আক্রান্ত হয়ে সহকারী জজসহ বিভিন্ন জেলায় ৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ০২:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটে সহকারী জজসহ রংপুর, বগুড়া, নোয়াখালী ও কুষ্টিয়ায় ৭ জনের মৃত্যু হয়েছে।
লালমনিরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র সহকারী জেলা জজ ফেরদৌস আহমেদ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গেল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তোফাজ্জল হোসেন ও খালেদ হাবিব মুকুল নামে করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। গেল রাতে তারা মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নগরীর মাহিগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন ২২ জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা ছাড়াও তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। অপরদিকে কুড়িগ্রামের চিলমারীর সবুজ গ্রামের খালেদ হাবিব মুকুল নামে করোনা আক্রান্ত অপর এক রোগীরও মৃত্যু হয়েছে।
বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় শহিদুল্লাহ সরকার নামে এক মোটর পার্টস ব্যবসায়ী মারা গেছেন। তিনি শহরের কাটনাপাড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, কুষ্টিয়া শহরের চর আমলা পাড়ার বাসিন্দা আলী (৬৫) গেলোরাতে করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা গেছেন।